উত্তরা (ঢাকা), প্রতিনিধি
রাজধানীর উত্তরায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, নিহতের নাম লিখন খান (২২)। তিনি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তরা বানিয়াগাতী গ্রামের নুরুল ইসলামের ছেলে লিখন বর্তমানে উত্তরার ওই হোস্টেলে থাকতেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে জানালার পর্দা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন ওই ছাত্র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
এসআই আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিখনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই ফজলুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম-সংক্রান্ত বিষণ্নতার কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সম্পর্ক ছিল। তবে ওই ছাত্রী দুই-আড়াই বছর আগে বিয়ে করেছেন। একতরফা প্রেমের কারণেই হয়তো লিখন মানসিক চাপে ছিলেন।’
লিখনের রুমে অন্য কেউ ছিল কি না— জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ছয় তলার প্রতিটি রুমে দুই জন করে থাকে। ঘটনার সময় লিখনের রুমমেট পড়াশোনায় ব্যস্ত ছিলেন। লিখন তাকে পাশের রুমে যেতে বলেন। পরে শব্দ পেয়ে রুমমেটসহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ ঝুলতে দেখেন।’
পুলিশের ঘটনাটি আরও তদন্ত করছে।
রাজধানীর উত্তরায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২ নম্বর বাসার ষষ্ঠ তলা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, নিহতের নাম লিখন খান (২২)। তিনি শান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তরা বানিয়াগাতী গ্রামের নুরুল ইসলামের ছেলে লিখন বর্তমানে উত্তরার ওই হোস্টেলে থাকতেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে জানালার পর্দা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন ওই ছাত্র। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
এসআই আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিখনের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই ফজলুল করিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম-সংক্রান্ত বিষণ্নতার কারণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সম্পর্ক ছিল। তবে ওই ছাত্রী দুই-আড়াই বছর আগে বিয়ে করেছেন। একতরফা প্রেমের কারণেই হয়তো লিখন মানসিক চাপে ছিলেন।’
লিখনের রুমে অন্য কেউ ছিল কি না— জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ছয় তলার প্রতিটি রুমে দুই জন করে থাকে। ঘটনার সময় লিখনের রুমমেট পড়াশোনায় ব্যস্ত ছিলেন। লিখন তাকে পাশের রুমে যেতে বলেন। পরে শব্দ পেয়ে রুমমেটসহ অন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ ঝুলতে দেখেন।’
পুলিশের ঘটনাটি আরও তদন্ত করছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ফারুক-ই-আজম এসব কথা বলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। গার্ড অ্যানার শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
২৪ মিনিট আগেআওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
৭ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
৮ ঘণ্টা আগে