Ajker Patrika

গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা ৩দিনের অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির উদ্যোগে আজ বুধবার সকাল ৭টার দিকে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয়রা জানায়, চলমান ৩ দিনের অবরোধের সমর্থনে ২য় দিনে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর মহাসড়কে সকালে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে রওশন সড়কে গিয়ে মিছিলটি পুলিশি বাধায় পড়ে। সেখানে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক জি. এস সুরুজ আহমেদ। উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হালিম মোল্লা, বিএনপি নেতা হাজী গিয়াস উদ্দিন, আমিনুল ইসলাম, শওকত বাবু, টি.আই মিল্টন, মনসুর আহমেদ, লুৎফর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত