Ajker Patrika

আইসিপিসি আয়োজন করবে গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা অঞ্চল পর্ব আয়োজন করবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। যার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১১ জানুয়ারি, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ আসরের প্রাথমিক রাউন্ড আগামী ১১ ফেব্রুয়ারি অনলাইনে এবং চূড়ান্ত প্রতিযোগিতা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে বিজয়ীদের ফাইনাল পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৭-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে; যার মক টেস্ট ১০ মার্চ এবং চূড়ান্ত প্রতিযোগিতা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিংয়ে অংশগ্রহণে ইচ্ছুকেরা ৩৯০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন ফি ৭ হাজার ৫০০ টাকা। রেজিস্ট্রেশন লিংক প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ইউএস-বাংলা গ্রুপ। 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘একুশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তিগত দক্ষতা অর্জন। আইসিপিসি প্রতিযোগিতা এ ক্ষেত্রে অবদান রাখবে।’ 

উপাচার্য বলেন, ‘প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। যারা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখার পাশাপাশি দেশের ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বড় ধরনের অবদান রাখবে।’ 

আয়োজক কমিটির সভাপতি ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, ‘এবারের আইসিপিসি দেশের শীর্ষ প্রোগ্রামার ও কম্পিউটার প্রফেশনালদের সঙ্গে খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের সমন্বয়ে সাজানো হয়েছে। যাতে প্রতিযোগীরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাশাপাশি সরকারের বিভিন্ন ক্ষেত্রেও নানাভাবে সহায়তা করবে।’ 

এর আগে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবুল হাসান প্রেজেন্টেশনের মাধ্যমে আইসিপিসির খুঁটিনাটি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিজিওনাল কনটেস্ট ডিরেক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুর রহমান, সহকারী রিজিওনাল কনটেস্ট ডিরেক্টর ড. নাজিব আব্দুন নাসির, ড. মুহাম্মদ আবুল হাসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আবু সায়ীদ প্রমুখ। 

উল্লেখ্য, বিশ্বের প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি)। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর এ প্রতিযোগিতা আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন। যাতে প্রতি দলে তিনজন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের জন্য কাজ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত