Ajker Patrika

যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২০: ৩৭
যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে: গয়েশ্বর রায়

সরকারের বিরুদ্ধে গেলে সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) মতো অন্যদেরও (বিচারপতি) একই পরিণতি হতে পারে। এস কে সিনহার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ে সেই উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ধারণা, যেকোনো বিচারপতির ভাগ্যেই এমন পরিণতি ঘটতে পারে। 
 
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মতে এটা নিন্দা করার কিছু নাই, ঘৃণা করারও কিছু নাই। এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, যতক্ষণ সরকারের খায়েশ মেটাতে পেরেছেন, ততক্ষণ ভালো ছিলেন। যখন সরকারের খায়েশ মেটাতে পারেন নাই...। একটা উদাহরণ সৃষ্টি হলো, প্রধান বিচারপতির ১১ বছর সাজা হয়েছে। তাহলে এখন যাঁরা আদালতে আছেন, তাঁদের এমন জায়গায় যেতে হবে না, এর নিশ্চয়তা নাই।’ 
 
বিএনপির টিকে থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশয় প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন হাসব না কাঁদব? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি একটু পদত্যাগ করে একটা নির্বাচন দেন। তারপর বুঝতে পারবেন বিএনপি শেষ হয়েছে নাকি আপনার আওয়ামী লীগ নিজেরা শেষ হচ্ছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পরে কোনো কোনো অঞ্চলের গ্রামের প্রবেশমুখে লেখা থাকত এই গ্রামে রাজাকার নাই। নিকটভবিষ্যতে পাড়া-মহল্লায় লিখতে হবে-এই গ্রামে আওয়ামী লীগ নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত