সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে।’
এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৪৫ জনকে নামীয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আরিফ ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের নির্দেশে গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আদালতের নির্দেশে মামলা নেওয়া হয়েছে।’
এ মামলায় শামীম ওসমানের সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মো. মজিবুল হক চুন্নুসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আরিফসহ আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। তখন অভিযুক্তরা তাঁদের উদ্দেশে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
আরিফের হাঁটুতে গুলি লাগে এবং শরীরে অসংখ্য ছিটা গুলি বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৯ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১২ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে