Ajker Patrika

মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৯
মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাঝিকে অপহরণসহ ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ট্রলার থেকে পাঁচজন ডাকাত সদস্য নদীতে পড়ে গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর কাছে দিয়েছেন জেলেরা। আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি দা ও দুটি লোহার পাত জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীর চরের উত্তর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত (শনিবার সকাল ১০টা) অপহৃত সিরাজ মাঝি ও তাঁর ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাঁকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

জানা গেছে, ভোলার দৌলত খাঁর কাজীরহাট চরপাতা এলাকার সিরাজ মাঝি ছয়জন মাঝি-মাল্লা নিয়ে মেঘনা নদী থেকে মাছ ধরে চেয়ারম্যানঘাটের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে চেয়ারম্যানঘাট থেকে নদীপথে ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরে পৌঁছালে একটি ট্রলার নিয়ে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায় একদল ডাকাত। এ সময় ডাকাত দলের ট্রলারটির পাখা নষ্ট হয়ে গেলে তারা সিরাজ মাঝিসহ তাঁর ট্রলারটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচ ডাকাত পানিতে পড়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেন জেলেরা। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া ডাকাত সদস্যদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সিরাজ মাঝিসহ তাঁর বোটটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত