Ajker Patrika

বাঙলা কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৩: ৪৫
বাঙলা কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন নামে একজন শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘গাবতলী থেকে বিএনপির পদযাত্রা যাওয়ার সময় বাঙলা কলেজ গেটে দাঁড়ানো ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষই মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।’

সরেজমিনে দেখা গেছে, বাংলা কলেজের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেল ও বাইসাইকেল সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে এবং ধোঁয়া বের হচ্ছে। একটি মোটরসাইকেল বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন নামে এক ছাত্রনেতার বলে জানা গেছে। ঘটনা স্বাভাবিক হওয়ার পর কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরাসহ সবাই বের হয়ে যায়।

রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষএ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত