Ajker Patrika

৭০ কেজি গাঁজা পাচারের সময় ভৈরবে ২ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
৭০ কেজি গাঁজা পাচারের সময় ভৈরবে ২ জন গ্রেপ্তার

মাইক্রোবাসে করে ৭০ কেজি গাঁজা অন্য স্থানে পাচারের সময় সুমন (২৩) ও সাদ্দাম হোসেন (৩৫) নামের দুই ব্যক্তিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার সকালে উপজেলার ভৈরবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণপাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

সুমনের বাড়ি ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামে ও সাদ্দাম হোসেন একই গ্রামের বাসিন্দা। আজ বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। 

ডিবি পুলিশ জানায়, অভিনব কায়দায় বিভিন্ন সময় গ্রেপ্তার ব্যক্তিরা গাঁজা পাচার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশ থেকে অভিযান চালিয়ে সুমন ও সাদ্দামকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে হেফাজতে নেয় ডিবি। 

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন বলেন, ‘সুমন ও সাদ্দামের বিরুদ্ধে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত