Ajker Patrika

তাঁদের খুঁজতে আসেনি কেউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাঁদের খুঁজতে আসেনি কেউ

মাথায় ঝুঁটি, গায়ে অফ হোয়াইট জামা, নীল প্যান্ট, পায়ে গোলাপি মোজা, শান্ত স্তিমিত মুখটা দেখে বোঝার উপায় নেই, দেহে প্রাণ নেই শিশুটির। মনে হচ্ছিল যেন সারা দিনের দুরন্তপনা শেষে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে সে। পাশেই পড়ে আছে নিথর এক নারীর মরদেহ। শিশুটির দিকে বাড়ানো একটি হাত, যেন স্নেহের পরশ বুলিয়ে দিতে চাইছে ঘুমন্ত শিশুটির কপালে। 

আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে দেখা মিলল এই নারী ও শিশুটির। ময়লা স্যাঁতসেঁতে মেঝেতে পড়েছিল মরদেহ দুটি। গতকাল বৃহস্পতিবার বেইলি রোডের বহুতল ভবনের আগুনে মৃত্যু হয় তাদের। আগুনে মারা যাওয়া বাকি সব নারী ও শিশুদের মরদেহ তাঁদের স্বজনেরা শনাক্ত করে নিয়ে গেলেও এই দুজনকে খুঁজতে আসেনি কেউ। সম্পর্কে তারা মা মেয়ে, নাকি নেহাতই অপরিচিত কেউ, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। 

ঢাকা মেডিকেলের মর্গে পুরুষ ও নারীদের মরদেহ রাখা আলাদা দুটি কক্ষে। মর্গের দায়িত্বে থাকা মোহাম্মদ আলমগির আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকেই হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে সবাই মর্গের সামনে ভিড় করতে শুরু করে। নারীদের মরদেহ যে কক্ষে রাখা হয়, সেখান থেকে একে একে সব মরদেহই স্বজনেরা শনাক্ত করে নিয়ে গেছেন। শুধু পড়ে আছে অজ্ঞাতপরিচয় এই দুটি লাশ। তাদের শরীর অক্ষত। মুখ দেখলেই পরিচিতরা তাদের চিনতে পারবেন। কিন্তু কেউই তাদের খুঁজতে আসেনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দুটো কী করা হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকা মেডিকেলে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার পর্যন্ত কেউ তাদের খুঁজতে না এলে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। মরদেহ দুটো সপ্তাহখানেক ফ্রিজিংয়ে রাখা হতে পারে। এর মধ্যেও তাদের কোনো স্বজন না এলে, অথবা তাদের পরিচয় না পাওয়া গেলে অজ্ঞাতপরিচয় হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দুটো দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত