Ajker Patrika

দুর্নীতির মামলায় বিকল্পধারার মান্নান ও তাঁর স্ত্রী-কন্যার জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক তিন মামলায় জামিন পেলেন বিকল্প ধারার সাবেক মহাসচিব ও সানম্যান গ্রুপের কর্ণধার মেজর (অব.) আবদুল মান্নান, তাঁর স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও কন্যা তাজরিনা মান্নান। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন ভিন্ন ভিন্ন মামলায় ভিন্ন ভিন্ন আদেশে জামিন দেন।

এরমধ্যে মেজর মান্নানকে দুই মামলায় ও তার স্ত্রী-কন্যাকে এক মামলায় জামিন দেওয়া হয়। আবার মেজর মান্নানের সানমুন গ্রুপের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেডের আট কর্মকর্তাকে দুই মামলায় জামিন দেওয়া হয়। একটি মামলায় পাঁচ কর্মকর্তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

সকালে পৃথক তিন মামলায় পৃথক পৃথকভাবে মোট ১১ জন আত্মসমর্পণ করে জামিন চান। দুপুর ২ টার পরে শুনানি হয়।

এক মামলায় মেজর মান্নানসহ ৭ জনের জামিন
২০০৯ সালের জুলাই মাস থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পরস্পর যোগসাজসে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজ এর পরিচালক রিজিয়া সুলতানার নামে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) থেকে ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর দুদক মামলা দায়ের করে।

এই মামলায় বিআইএফসির তৎকালীন চেয়ারম্যান মেজর মান্নান এবং পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ এ কে এম মহিউদ্দিন আহমেদ রোকেয়া ফেরদৌস ইনামুর রহমান ও সৈয়দ ফখরে ফয়সাল আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে জামিন দেন।

আরেক মামলায় মান্নানসহ ৬ জনের জামিন
২০০৯ সালের ২৩ মার্চ থেকে ২০২২ সালের ১৬ নভেম্বর পর্যন্ত মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামের নামে মেজর মান্নানসহ বিআইএফসির কর্মকর্তারা ১১ কোটি টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করায় মামলা হয়।

২০২২ সালের ১৬ নভেম্বরে দায়ের করা এই মামলায় মেজর মান্নান, সেরাজুল ইসলাম, এ এন এম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, ইনামুর রহমান ও সৈয়দ ফখরে ফয়সাল আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের জামিন দেওয়া হয়।

মান্নানের স্ত্রী-কন্যার জামিন, পাঁচজন কারাগারে
বিআইএফসির সাবেক চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকরা পরস্পর যোগসাজসে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করার অভিযোগে গত বছর ২৬ জানুয়ারি দুদকের দায়ের করা মামলায় বিআইএফসির সাবেক চেয়ারম্যান মেজর মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও মেয়ে তাজরিনা মান্নানকে আত্মসমর্পণের পর জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলায় বিআইএফসির পাস পরিচালকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন রইস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, এরশাদ উল্লাহ  ইনামুর রহমান ও সৈয়দ ফখরে ফয়সাল। আসামিরা সবাই হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর এই আদালতে আত্মসমর্পণ করেছিলেন বলে আদালত সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত