Ajker Patrika

নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় ১ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে চেক জালিয়াতি মামলায় ১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চেক জালিয়াতির মামলায় শাহিন আল মামুন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সিদ্ধিরগঞ্জে আটি বউবাজার ওয়াপদা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহিন আল মামুন নারায়ণগঞ্জের আইপি টিভি সিএনএন বাংলার ব্যবস্থাপনা পরিচালক। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (সোমবার) তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলায় তিনটি চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গ্রেপ্তার শাহিন আল মামুন। এর মধ্যে একটি মামলায় তিনি ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত