Ajker Patrika

এখনো বাড়ি ফিরছে মানুষ

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
এখনো বাড়ি ফিরছে মানুষ

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) শুরু হওয়া লকডাউনের পুরোটা সময় বাড়িতে কাটাতেই বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বৃহস্পতিবার (২২ জুলাই) শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।

অন্যদিকে ফেরিতে ঢাকামুখী ছোট যানবাহনের চাপ দেখা গেছে। প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়িতে করে ফেরি পার হচ্ছেন ঢাকামুখী যাত্রীরা।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে। তবে ঢাকার উদ্দেশ্যেও লোকজন যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ঘরমুখো যাত্রীদের সংখ্যাও অনেক। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। উভয়মুখী চাপ সামলাতে ব্যস্ত সময় পার হচ্ছে লঞ্চ ঘাটে।

ঘরমুখো যাত্রী মো. ইউসুফ বলেন, 'শুক্রবার থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। এতদিন ঢাকায় ছিলাম। কাজ থাকায় ঈদের আগে বাড়ি যেতে পারিনি। তাই এখন বাড়ি যাচ্ছি। লকডাউনে বাড়িতেই থাকব।'

শরিয়তপুরের যাত্রী মো. হাবিব বলেন, 'ঈদের আগে যেতে পারিনি। তাই আজ বাড়ি যাচ্ছি। সামনের লকডাউনে বাড়িতেই থাকব।'

এদিকে ঢাকাগামী যাত্রী মো. মহসিন বলেন, 'গত লকডাউনে বাড়ি এসেছিলাম। তাই এখন ঢাকা যাচ্ছি। শুক্রবার থেকে লকডাউন শুরু হলে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই আজই রওনা দিয়েছি।'

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'ঢাকামুখী চাপ বাড়েনি। এখনও ঘরমুখী চাপ রয়েছে যাত্রীদের। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে করে বাংলাবাজার ঘাটে এসে নামছে যাত্রীরা। বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কমেনি এখনও।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত