গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন
গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২০ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৪০ মিনিট আগে