Ajker Patrika

মুক্তিযোদ্ধাদের সম্মানে ১০ বছর ধরে বিজয় মেজবানি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মুক্তিযোদ্ধাদের সম্মানে ১০ বছর ধরে বিজয় মেজবানি

কিশোরগঞ্জের ইটনায় প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় মেজবানি অনুষ্ঠিত হয়েছে। ১০ বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বাজারহাটি গ্রামের ইকবাল খানের বাড়িতে এই আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে এই মেজবানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজনে ছিল সবজি, পোলাও রোস্ট, হরেক রকম ভর্তা, মাংস, মাছ, ডাল, দই, মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাবার। এই মেজবানিতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গল্প শোনাতে প্রতিবছর এই মেজবানির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান কাকন। 

পরে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত তরুণ প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, নজরুল ইসলাম ঠাকুর, আব্দুস সাত্তার, মুজিবুর রহমান, নিহারঞ্জন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা কবি রওশন আলী রুশো প্রমুখ। 

খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমেরিকাপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান নিজ উদ্যোগে বিজয় দিবসের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ৯ বছর আগে এই বিজয় মেজবানির আয়োজন শুরু করেন। 

এ বিষয়ে জানতে চাইলে এ জেড আসলাম ইকবাল খান কাকন বলেন, ‘বিদেশে (যুক্তরাষ্ট্র) বাস করি কিন্তু মনটা সব সময় বাংলাদেশেই পড়ে থাকে। মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতি তাঁদের নিকট চিরঋণী। তাঁদের কিছুটা সম্মানিত করতে পারলে মনে শান্তি পাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত