নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।’
আজ সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রেলপথ মন্ত্রী বলেন, ‘রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। একটি দেশের উন্নয়নের জন্য সড়ক-রেল-নৌপথ সবকিছুকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া সমস্ত রেললাইনকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এরই মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথের ব্রডগেজে করার কাজ গুরুত্ব বিবেচনা করে শুরু করা হবে।’
উপকূল এক্সপ্রেস ট্রেনের বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা-নোয়াখালী রুটে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ১৯৮৬ সালে চালু করা হয়েছিল। এলাকাবাসী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধ ছিল এই ট্রেনের পুরোনো কোচ বদল করে নতুন কোচ দিয়ে চালানোর জন্য। কিন্তু তাদের সে অনুরোধ এখনই পুরোপুরি রাখতে পারছি না। বর্তমানে আমাদের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো। ভবিষ্যতে নতুন কোচ যুক্ত হলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও যুক্ত করা হবে এই ট্রেনে।’
কী আছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে
এসি চেয়ার আছে-০৬টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়িসহ এসি চেয়ার-০১টি, শোভন চেয়ার-০৭টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়ি সহ শোভন চেয়ার-০১টি, পাওয়ার কার-০১টি কোচ রয়েছে, মোট কোচ-১৬টি কোচ রয়েছে।
ট্রেনটিতে মোট ৭৮৯টি আসন রয়েছে। এর মধ্যে এসি চেয়ার-৩৪৯টি, শোভন চেয়ার-৪৪০ টি।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।’
আজ সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের বগি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রেলপথ মন্ত্রী বলেন, ‘রেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সে অনুযায়ী কাজ করছি। একটি দেশের উন্নয়নের জন্য সড়ক-রেল-নৌপথ সবকিছুকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া সমস্ত রেললাইনকে আমরা ব্রডগেজে রূপান্তর করছি। এরই মধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথের ব্রডগেজে করার কাজ গুরুত্ব বিবেচনা করে শুরু করা হবে।’
উপকূল এক্সপ্রেস ট্রেনের বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, ‘ঢাকা-নোয়াখালী রুটে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ১৯৮৬ সালে চালু করা হয়েছিল। এলাকাবাসী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুরোধ ছিল এই ট্রেনের পুরোনো কোচ বদল করে নতুন কোচ দিয়ে চালানোর জন্য। কিন্তু তাদের সে অনুরোধ এখনই পুরোপুরি রাখতে পারছি না। বর্তমানে আমাদের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো। ভবিষ্যতে নতুন কোচ যুক্ত হলে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনও যুক্ত করা হবে এই ট্রেনে।’
কী আছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে
এসি চেয়ার আছে-০৬টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়িসহ এসি চেয়ার-০১টি, শোভন চেয়ার-০৭টি, গার্ড ব্রেক এবং খাবার গাড়ি সহ শোভন চেয়ার-০১টি, পাওয়ার কার-০১টি কোচ রয়েছে, মোট কোচ-১৬টি কোচ রয়েছে।
ট্রেনটিতে মোট ৭৮৯টি আসন রয়েছে। এর মধ্যে এসি চেয়ার-৩৪৯টি, শোভন চেয়ার-৪৪০ টি।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৪১ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে