Ajker Patrika

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৫, ২২: ১৫
জাতীয় জাদুঘরের সামনে নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
জাতীয় জাদুঘরের সামনে নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে এবার প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয় আন্দোলনকারী অংশ নেন। তাঁদের দাবি, বাতিল হওয়া নিয়োগপ্রক্রিয়া আবার চালু করতে হবে।

আন্দোলনকারীদের একজন সাগর বলেন, ‘যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে পরে আমরা প্রতীকী নয়, বরং বাস্তবেই আত্মহুতি দেব।’

জাতীয় জাদুঘরের সামনে নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
জাতীয় জাদুঘরের সামনে নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয় আন্দোলনকারী অংশ নেন। যদি তাঁদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তাঁরা প্রতীকী নয়, ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন। প্রায় এক ঘণ্টা তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তাঁরা।

প্রাথমিকে নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসি নিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা। ছবি: আজকের পত্রিকা
প্রাথমিকে নিয়োগের দাবিতে প্রতীকী ফাঁসি নিয়েছেন নিয়োগপ্রত্যাশীরা। ছবি: আজকের পত্রিকা

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পর ৩১ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। তবে নিয়োগবঞ্চিত কয়েক প্রার্থী আদালতে রিট করলে নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়।

চূড়ান্ত শুনানি শেষে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এই ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র বাতিল ঘোষণা করেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল বিভাগে আবেদন করে, যা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত