Ajker Patrika

সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ দুদক কর্মকর্তাকে ডুসার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৫: ২৬
Thumbnail image

দুর্নীতি দমন কমিশন থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া ১৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়। 

জানা যায়, দুদকের ২০২২ সালের ব্যাচে যোগ দেওয়া ১৫ জন সহকারী ও উপসহকারী পদমর্যাদার কর্মকর্তা ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে যোগ দেন। 

এ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ডুসা। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম পলেন ও সিনিয়র সহসভাপতি কামরুজ্জামানসহ ডুসার অন্যান্য দুদক কর্মকর্তা। এ সময় গেজেটপ্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। 

বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে ডুসার সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, নবীন ক্যাডার কর্মকর্তারা তাদের সততা, পেশাদরিত্ব, নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেম ও মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবেন। 

এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে ডুসার সিনিয়র সহসভাপতি জনাব কামরুজ্জামান বলেন, নবীন কর্মকর্তারা দুদকে থাকাকালীন অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবেন। পরিশেষে ডুসার পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত