Ajker Patrika

কিশোরগঞ্জ জেলা আ.লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল: মির্জা আজম

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৬: ২১
কিশোরগঞ্জ জেলা আ.লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল: মির্জা আজম

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম। তিনি বলেছেন, ঢাকা বিভাগের ১৭টি সাংগঠনিক জেলার মধ্যে সাংগঠনিকভাবে সবচেয়ে দুর্বল হলো কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ দুর্বল কাঠামো নিয়েই কাজ চলছে এ জেলায়। 

আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা আজম বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যে রিপোর্ট আমার কাছে হস্তান্তর করা হয়েছে, সে অনুযায়ী জেলার অনেক ইউনিটের দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৭ বছর। কিশোরগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়নি ২৫ বছর।’ কীভাবে এসব সংগঠনের কার্যক্রম চলছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ আফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওসার, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জাকিয়া নূর লিপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

 সভায় চলতি বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে কিশোরগঞ্জে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সকল ইউনিটের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনে নতুন কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার কথাও বলেন বক্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত