নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, দুপুরের দিকে শুনানি হবে। আমীর খসরুকেও আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই দিন ধার্য করেন। ওই দিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির তারিখ ধার্য করেন।
গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে কেবল দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং চারটি পল্টন মডেল থানায়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর এর আগেও জামিন আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবারে হাইকোর্ট আমীর খসর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, দুপুরের দিকে শুনানি হবে। আমীর খসরুকেও আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই দিন ধার্য করেন। ওই দিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির তারিখ ধার্য করেন।
গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে কেবল দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং চারটি পল্টন মডেল থানায়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর এর আগেও জামিন আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবারে হাইকোর্ট আমীর খসর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।
গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেই সঙ্গে কারখানায় ভাঙচুর এবং কয়েকটি যানবাহনে আগুন দিয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
২ মিনিট আগেজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
৩৬ মিনিট আগেখুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দুই পরিবারের নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশের বাসায়...
২ ঘণ্টা আগে