Ajker Patrika

গবেষণা প্রতিষ্ঠান ইআরডিএফবি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গবেষণা প্রতিষ্ঠান ইআরডিএফবি’র আত্মপ্রকাশ

জাতীয় এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) নামে নতুন একটি গবেষণা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে।

আজ শনিবার ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি দল।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জানান, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই চেতনার আলোকে এবং বাংলাদেশের কৃষি, শিল্প, প্রযুক্তি, উদ্ভাবন ও সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে এই গবেষণা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো।

সংগঠনের সিনিয়র সহসভাপতি ও বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান তার বক্তব্যে সব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য প্রযুক্তি নির্ভর গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের উন্নয়ন তৃণমূল পর্যায়ে ইতিবাচকভাবে পৌঁছে দিতে তাদের এ সংগঠন কাজ করবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত