Ajker Patrika

ঈদ ও বর্ষবরণে বিনা মূল্যে জাদুঘর দেখার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ ও বর্ষবরণে বিনা মূল্যে জাদুঘর দেখার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

ঈদুল ফিতর ও বর্ষবরণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাড়তি আনন্দের সুযোগ করে দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঈদে সুবিধাবঞ্চিত শিশুরা ঢুকতে পারবে জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে। শিশুদের জাদুঘরে ঢোকার সুযোগ মিলবে একেবারে বিনা মূল্যে। 

গত ৬ এপ্রিল জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়, পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপনের লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সৌজন্য প্রবেশপত্রে (বিনা মূল্যে) জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। 

ঈদের পরের দিন অর্থাৎ ১২ এপ্রিল শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিল জাদুঘর খোলা থাকবে। 

শিশুদের বিনা মূল্যে ঢোকার সুযোগ থাকলেও শিশুদের অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের টিকিটের বিনিময়ে গ্যালারি পরিদর্শন করতে পারবেন। 

জাতীয় জাদুঘর। ফাইল ছবিএ ছাড়া পয়লা বৈশাখেও একই সুযোগ পাচ্ছে শিশুরা। এদিন শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সৌজন্য প্রবেশপত্রে (বিনা মূল্যে) জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরে প্রবেশ করতে পারবে। জাদুঘরের গ্যালারি খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত