নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ফেরার পথে যানজট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেউ কেউ আবার ঈদের পরে ঢাকা ছাড়ছেন। তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীদের তেমন ভিড় নেই। একের পর এক বাস এলেও সায়েদাবাদে খুব বেশি যাত্রী নামছেন না। অন্যদিকে অনেকেই রাজধানীতে ঈদ কাটিয়ে এলাকায় যাচ্ছেন।
নোয়াখালী থেকে ঢাকায় আসা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেকচারার মাফরিদ হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘ভাড়া অনেকটা বেশি রেখেছে। যাওয়ার সময় ভাড়া ছিল ৫৫০ টাকা। আসার সময় ৭০০ টাকা রেখেছে। সময়মতো ছাড়েনি বাস। প্রায় এক থেকে দুই ঘণ্টা দেরিতে বাসগুলো ছাড়ছে।’
মাফরিদ হায়দার আরও বলেন, ঢাকায় ঢোকার সময় ফ্লাইওভারের ওপরে অনেক যানজট। ঢাকায় ঢুকতেই এক ঘণ্টার বেশি লেগেছে। যারা আগে থেকে ফেরার টিকিট বুকিং করেননি, তাঁরা অনেকেই টিকিট পাচ্ছেন না।
রাজধানীতে ঈদ শেষে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাচ্ছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব হোসাইন। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় এসেছিলাম। এখানে ঈদ করে এখন বাড়ি ফিরছি। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি।’
সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা বলেন, ঢাকা থেকে বহির্গামী বাসে চাপ নেই। তবে রাজধানী ফেরত বাসগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। প্রায় সব টিকিটই আগে থেকে বুকিং করে রাখা হয়েছে।
শ্যামলী বাসের কাউন্টার ম্যানেজার শিমুল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে যাচ্ছে কম, কিন্তু আসার যাত্রীদের চাপ আছে। আসার টিকিট বেশির ভাগই আগে থেকে সব বুকিং দেওয়া। সকাল সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টা পরপরই বাস আসছে।
হানিফ বাসের কাউন্টার স্টাফ জাকির বলেন, সকাল থেকে প্রায় ২৫টি বাস বিভিন্ন এলাকা থেকে ঢাকা এসেছে।
সায়েদাবাদে রাজধানী ফেরত যাত্রীদের চাপ নেই কেন জানতে চাইলে তিনি বলেন, আসার সময় বাস গাবতলী পর্যন্ত যায়। সবাই নিজেদের সুবিধা অনুযায়ী শহরের বিভিন্ন কাউন্টারে নামে। ঢাকায় আসা যাত্রী বিভিন্ন কাউন্টারে ভাগ হয়ে যাওয়ায় নির্দিষ্ট কোনো কাউন্টারে ভিড় নেই।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ফেরার পথে যানজট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কেউ কেউ আবার ঈদের পরে ঢাকা ছাড়ছেন। তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
আজ সোমবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাসস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীদের তেমন ভিড় নেই। একের পর এক বাস এলেও সায়েদাবাদে খুব বেশি যাত্রী নামছেন না। অন্যদিকে অনেকেই রাজধানীতে ঈদ কাটিয়ে এলাকায় যাচ্ছেন।
নোয়াখালী থেকে ঢাকায় আসা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেকচারার মাফরিদ হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘ভাড়া অনেকটা বেশি রেখেছে। যাওয়ার সময় ভাড়া ছিল ৫৫০ টাকা। আসার সময় ৭০০ টাকা রেখেছে। সময়মতো ছাড়েনি বাস। প্রায় এক থেকে দুই ঘণ্টা দেরিতে বাসগুলো ছাড়ছে।’
মাফরিদ হায়দার আরও বলেন, ঢাকায় ঢোকার সময় ফ্লাইওভারের ওপরে অনেক যানজট। ঢাকায় ঢুকতেই এক ঘণ্টার বেশি লেগেছে। যারা আগে থেকে ফেরার টিকিট বুকিং করেননি, তাঁরা অনেকেই টিকিট পাচ্ছেন না।
রাজধানীতে ঈদ শেষে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে যাচ্ছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব হোসাইন। তিনি বলেন, ‘ঈদের আগে ঢাকায় এসেছিলাম। এখানে ঈদ করে এখন বাড়ি ফিরছি। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি।’
সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা বলেন, ঢাকা থেকে বহির্গামী বাসে চাপ নেই। তবে রাজধানী ফেরত বাসগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। প্রায় সব টিকিটই আগে থেকে বুকিং করে রাখা হয়েছে।
শ্যামলী বাসের কাউন্টার ম্যানেজার শিমুল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে যাচ্ছে কম, কিন্তু আসার যাত্রীদের চাপ আছে। আসার টিকিট বেশির ভাগই আগে থেকে সব বুকিং দেওয়া। সকাল সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টা পরপরই বাস আসছে।
হানিফ বাসের কাউন্টার স্টাফ জাকির বলেন, সকাল থেকে প্রায় ২৫টি বাস বিভিন্ন এলাকা থেকে ঢাকা এসেছে।
সায়েদাবাদে রাজধানী ফেরত যাত্রীদের চাপ নেই কেন জানতে চাইলে তিনি বলেন, আসার সময় বাস গাবতলী পর্যন্ত যায়। সবাই নিজেদের সুবিধা অনুযায়ী শহরের বিভিন্ন কাউন্টারে নামে। ঢাকায় আসা যাত্রী বিভিন্ন কাউন্টারে ভাগ হয়ে যাওয়ায় নির্দিষ্ট কোনো কাউন্টারে ভিড় নেই।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৩১ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
৩৩ মিনিট আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
৩৪ মিনিট আগে