অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
রোববার গভীর রাতে এক ভিডিও বার্তায় উপ-উপাচার্য একথা বলেন।
উপ-উপাচার্য বলেন, এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। পরিস্থিতি প্রশমনের জন্য সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়েসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
রোববার গভীর রাতে এক ভিডিও বার্তায় উপ-উপাচার্য একথা বলেন।
উপ-উপাচার্য বলেন, এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। পরিস্থিতি প্রশমনের জন্য সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়েসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৭ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৭ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর...
৭ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৭ ঘণ্টা আগে