Ajker Patrika

অনলাইন গরুর হাটেও নজরদারি থাকবে: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬: ০৬
অনলাইন গরুর হাটেও নজরদারি থাকবে: ডিএমপি কমিশনার 

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর সঙ্গে অনলাইন পশুর হাটেও নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ। অনলাইন প্রতারণা এড়াতে সাইবার পেট্রোলিং চালানোর পাশাপাশি ক্রেতাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ঢাকা মহানগর পুলিশের গৃহীত নিরাপত্তাব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের সাইবার টিম অনলাইনের গরুর হাট মনিটরিং করবে। পাশাপাশি আপনারাও অনলাইনে গরু সতর্কতার সঙ্গে জেনে-বুঝে কিনবেন।’ 

তিনি বলেন, ‘ঢাকার ভেতরে পশুর হাটে যাঁরা (স্বেচ্ছাসেবীসহ হাট ইজারাদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাজ করবেন, তাঁদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। হাট ও হাটের আশপাশে এমন অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জাল টাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণ মেশিন পশুর হাটগুলোতে রাখবে।’ 

রাজধানীর দুই সিটি মিলে ১৯টি পশুর হাটে কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘যাঁরা গরু কেনাবেচা করবেন, তাঁদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যাঁরা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন, তাঁদের জন্য হাইওয়ে পুলিশ, নৌপথে যাঁরা গরু আনবেন, তাঁদের জন্য নৌ-পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এ ছাড়া পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে।’ 

অতিরিক্ত হাসিল না আদায়ের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘পশুর হাটগুলোতে ইজারাদারেরা যেন নির্ধারিত পরিমাণ টাকার বাইরে অতিরিক্ত হাসিল আদায় না করেন। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ থাকবে। যদি কেউ এক হাটের কোরবানির পশু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন, পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার বাইরে থেকে যে গাড়িতে কোরবানির পশু আনবেন ব্যবসায়ীরা, তারা গাড়ির সামনে নির্দিষ্ট হাটের নাম লিখে ব্যানার টানাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত