Ajker Patrika

রাজধানীর তাঁতীবাজার ও কাকলী পুলিশ ফাঁড়ির সামনে দুটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১: ১৯
রাজধানীর তাঁতীবাজার ও কাকলী পুলিশ ফাঁড়ির সামনে দুটি বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় দফা অবরোধের দিন সন্ধ্যায় রাজধানীতে আধা ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানীর কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টা ৮ মিনিটে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম।

তিনি বলেন, ‘রাজধানীতে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন নিভে গেছে।’

এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, আকাশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত