গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও মানবমুক্তির দূত। তাঁর সারা জীবনের আরাধনা ছিল মানবমুক্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। মানবমুক্তির জন্যই তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। বাঙালিকে গেরিলা যোদ্ধায় পরিণত করে পাকিস্তানি সামরিক শাসকদের পরাস্ত করতে সক্ষম হন।'
আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
উপাচার্য মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্রের পক্ষে যে অবস্থান ছিল সেটিও মূলত তাঁর মানবমুক্তির সমাজ বিনির্মাণের নতুন অর্থনৈতিক ব্যবস্থা। তিনি মূলত বাঙালির মধ্যে হাজার বছরের যে গ্লানি, বঞ্চনা, নিপীড়ন ও নিগ্রহের বাঁধন ছিল তার মধ্যে দাঁড়িয়ে মানবমুক্তির জয়গান গাইতে চেয়েছেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে মূলত সেই মুক্তির আহ্বান জানান এবং তা বাস্তবায়ন করেন। তিনি সামগ্রিক অর্থনীতির জাতিরাষ্ট্র গঠনের আর্কিটেক্ট বা নির্মাতা হিসেবে কাজ করেছেন। এর মধ্য দিয়ে তিনি হয়েছেন নতুন জাতিরাষ্ট্র বাংলাদেশ গঠনের রূপকার।’
বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির মুক্তির প্রাণের তৃষ্ণাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দেন। বঙ্গবন্ধুর মতো আর কেউ বাংলা আর বাঙালিকে ধারণ করতে পারেননি। বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত মুক্তি তিনি এনে দিয়েছিলেন। বাঙালি রাষ্ট্রের বিনির্মাণ, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক তথা মুক্তির দূত হয়ে তিনি বাঙালি ও বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। এ কারণেই তিনিই বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন—সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এসএম মোস্তফা কামাল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও মানবমুক্তির দূত। তাঁর সারা জীবনের আরাধনা ছিল মানবমুক্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। মানবমুক্তির জন্যই তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। বাঙালিকে গেরিলা যোদ্ধায় পরিণত করে পাকিস্তানি সামরিক শাসকদের পরাস্ত করতে সক্ষম হন।'
আজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
উপাচার্য মশিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর শোষিতের গণতন্ত্রের পক্ষে যে অবস্থান ছিল সেটিও মূলত তাঁর মানবমুক্তির সমাজ বিনির্মাণের নতুন অর্থনৈতিক ব্যবস্থা। তিনি মূলত বাঙালির মধ্যে হাজার বছরের যে গ্লানি, বঞ্চনা, নিপীড়ন ও নিগ্রহের বাঁধন ছিল তার মধ্যে দাঁড়িয়ে মানবমুক্তির জয়গান গাইতে চেয়েছেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে মূলত সেই মুক্তির আহ্বান জানান এবং তা বাস্তবায়ন করেন। তিনি সামগ্রিক অর্থনীতির জাতিরাষ্ট্র গঠনের আর্কিটেক্ট বা নির্মাতা হিসেবে কাজ করেছেন। এর মধ্য দিয়ে তিনি হয়েছেন নতুন জাতিরাষ্ট্র বাংলাদেশ গঠনের রূপকার।’
বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির মুক্তির প্রাণের তৃষ্ণাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে দেন। বঙ্গবন্ধুর মতো আর কেউ বাংলা আর বাঙালিকে ধারণ করতে পারেননি। বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত মুক্তি তিনি এনে দিয়েছিলেন। বাঙালি রাষ্ট্রের বিনির্মাণ, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক তথা মুক্তির দূত হয়ে তিনি বাঙালি ও বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। এ কারণেই তিনিই বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মহানায়ক।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন—সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নূরজাহান বেগম, স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এসএম মোস্তফা কামাল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী তোফায়েল আহমেদ শৈশব (২১) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৩৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে গলায় লিচু আটকে মায়াজ হাসান নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৩৮ মিনিট আগেগাজীপুর মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
৪৩ মিনিট আগেযশোরের মনিরামপুরে কার্ডধারীদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য নতুন করে ৪৬ জন পরিবেশক নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য দপ্তর। গত ২৯ এপ্রিল উপজেলা কমিটির সভাপতি ইউএনও নিশাত তামান্না ও সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার যৌথ স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে