Ajker Patrika

টঙ্গীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৩, ১১: ৩১
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত (৩০) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর সোসাইটি মাঠ এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হলে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাৎক্ষণিক মৃত ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পাগাড় সোসাইটি মার্ট এলাকায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশের পাশাপাশি পিবিআইয়ের পুলিশ ও সিআইডির পৃথক দুটি দলের সদস্যরা উপস্থিত হন। লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) নেয় পিবিআই ও সিআইডি।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যাইনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত