Ajker Patrika

গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামে একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এনজিওটি পালিয়ে যাওয়ার খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই অফিসে ভিড় করছেন প্রতারিত গ্রাহকেরা। আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়। কর্মকর্তাদের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। প্রতারিত গ্রাহকেরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। 

ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেয় অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করেন। কাউকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা, আবার কাউকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে সংস্থাটি। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গতকাল রোববার বিষয়টি জানাজানি হলে আজ সোমবার সকালে অফিসে তালা দিয়ে পালিয়ে যায় তারা। 

বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহাম্মেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। আমি তাঁকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজকে ফয়সাল আহামেদের মোবাইল ফোন বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।’ 

নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায় তারা। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দিই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা।’ 

বাড়ির মালিক আবুল হোসেনের স্ত্রী বলেন, ‘মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আগামী মাসের ৫ তারিখে তাদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেবে বলে জানায়। হঠাৎ করে আজ তারা পালিয়ে গেছে।’ 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত