Ajker Patrika

৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ: সত্যতা পেয়েছে বিসিআইসি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৯: ৪৭
৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ: সত্যতা পেয়েছে বিসিআইসি 

মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ৫৮২ কোটি টাকা মূল্যের সার আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি)। মঙ্গলবার হাইকোর্টে সংস্থাটির দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদালতে ওই প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে বিসিআইসির গুদামে ৭১ হাজার ৮০১ টন সার সরবরাহ করেনি সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন মেসার্স পোটন ট্রেডার্স। আত্মসাৎ করা এই সারের ক্রয়মূল্য ছিল ৫৫৩ কোটি ৮৮ লাখ টাকা। ক্রয়মূল্যের সঙ্গে অন্যান্য খরচ যোগ করা হলে বিসিআইসি তথা সরকারের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৫৮১ কোটি ৫৮ লাখ টাকা। এরপর আদালত দুদককে বিষয়টি নিয়ে তদন্ত করে ২৩ জুলাই প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, মূলত পোটনের প্রতিষ্ঠান দায়ী। এখন দুর্নীতি দমন কমিশনকে প্রতিবেদন দিতে সময় দিয়ে ২৩ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

এর আগে ‘৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ’ শিরোনামে একটি দৈনিকে গত ৫ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন হাইকোর্ট। সার আত্মসাতের বিষয়ে বিসিআইসিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি দুদককে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত