Ajker Patrika

চিন্ময় দাসের মুক্তির দাবিতে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি 
জাবিতে চিন্ময় দাসের মুক্তির দাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জাবিতে চিন্ময় দাসের মুক্তির দাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।

শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক যান। সেখানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চিন্ময় প্রভুর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ সময় সনাতনী শিক্ষার্থী সুকান্ত বর্মন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে,   শুধুমাত্র রাজনৈতিক হিন্দুদের ওপর হামলা হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে অরাজনৈতিক হিন্দুদের ওপরও হামলা করা হয়েছে। আমরা যখনই আমাদের অধিকার আদায়ের কথা বলি, তখনই আমাদের কোনো একটি বিশেষ দেশের দালাল বলা হয়।

আমরা যখনই আন্দোলন করেছি, আমাদের বিভিন্নভাবে ট্যাগ দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। আমরা কোনো দেশের দালাল না। এ দেশের সনাতনীরা সারা জীবনের জন্য এদেশে থাকতে চায়। আমরা যখন চিন্ময় দাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছি, তখনই এ দেশের প্রশাসন তার বিরুদ্ধে মামলা করেছে।’

তিনি বলেন, ‘এটি একটি ভিত্তিহীন মামলা বলে আমরা মনে করি। ভিত্তিহীন মামলায় গতকাল (সোমবার) চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আজকে এক দফা দাবিতে দাঁড়িয়েছি। শুধুমাত্র এক চিন্ময় যদি কারাগারে থাকে তাহলে এ দেশের সকল সনাতনী স্বেচ্ছায় কারাগার বরণ করে নেবে তবুও তাদের দাবি আদায় করে ছাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত