Ajker Patrika

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে সন্দেহভাজন ধর্ষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
নিহত শিশু তাহিয়া। ছবি: সংগৃহীত
নিহত শিশু তাহিয়া। ছবি: সংগৃহীত

ফরিদপুরে তাহিয়া নামে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে তাহিয়া খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তাহিয়ার বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার বিকেলে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এরপর প্রতিবেশী শাহিন ওরফে হায়দার মোল্লাকে (৫৫) আটক করে। পরে তাঁর ঘরের ভেতর থেকে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় তাহিয়ার লাশ উদ্ধার করা হয়।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা শাহিনুরের বাড়ি ঘিরে ফেলে এবং শাহিনুরকে তাদের হাতে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এবং অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা কারও কথা শোনেননি। একসময় জনতা ঘর ভেঙে ভেতরে ঢুকে শাহিনুরকে পিটিয়ে হত্যা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে, তবে উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তদন্ত করতে এসে শাহিনুরকে সন্দেহ করি এবং তার ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করি। উত্তেজিত জনতা ঘরের পেছন দিক থেকে ঢুকে তাঁকে পিটিয়ে হত্যা করে।’ তিনি আরও বলেন, ‘আমরা উত্তেজিত জনতাকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত