ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ‘টুগেদার ফর ডিসেন্ট লেদার’ প্রোগ্রামের অধীনে চামড়া শিল্প বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন এবং অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)। আজ মঙ্গলবার বিএলএফএর ঢাকার প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএলএফএর মহাসচিব জেড এম কামরুল আনাম। এতে অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল, ট্যানারি মালিকদের দুইটি সংগঠন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
এ সময় গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ। গবেষণায় উঠে বলা হয়, সাভার চামড়া শিল্প নগরীতে ১৩৫টি ট্যানারির কার্যক্রম চালু আছে। এর বাইরে ট্যানারির সংখ্যা নগণ্য। ট্যানারি শিল্পের শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয় না, প্রাতিষ্ঠানিক চুক্তি নেই, ৬০ শতাংশের আইডি কার্ড নেই, মাত্র ২-৮ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পায়। হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় আশ্বাস দেওয়া হলেও, এখনো সাভার চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল, ক্যানটিন ইত্যাদির ব্যবস্থা হয়নি। সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে শ্রমিকদের অসন্তোষ আছে। হাজারিবাগ থেকে স্থানান্তরের ফলে তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। গবেষণা ফলাফলের ভিত্তিতে শ্রমিকদের আইডি কার্ড, অফার লেটার, কন্ট্রাক্ট, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা, ট্যানারি শিল্পকে পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে কাজ করার সুপারিশ করা হয়।
এ ছাড়া এই সভায় গবেষণার ফলাফল ও সুপারিশের ভিত্তিতে চামড়া শিল্প সংশ্লিষ্ট অংশীজনেরা অ্যাডভোকেসি সভায় অংশ নেন এবং নিজ নিজ অবস্থান তুলে ধরেন। ট্যানারি প্রাতিষ্ঠানিক খাত হলেও ৯২ শতাংশ অস্থায়ী শ্রমিক নিয়ে অপ্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন। তিনি বলেন, বিএলএফ সবাইকে নিয়ে চামড়া শিল্পের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। শ্রমিকের ন্যূনতম অধিকার না দিলে শিল্পের উন্নয়ন সম্ভব না।
২০২৬ সালের পরে ইনসেনটিভ বন্ধ হয়ে যাবে এবং এরপর কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোই টিকে থাকবে বলে উল্লেখ করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হেড অব প্রজেক্টস এন্ড প্রোগ্রাম রেহানা আক্তার রুমা। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে ট্যানারি ফ্যাক্টরি পরিদর্শনের ক্ষেত্রে নিজেদের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করা হয়। এ ছাড়া সভার সমাপনী বক্তব্যে ট্যানারি শিল্প ও এর শ্রমিকদের সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিয়মিত অ্যাডভোকেসি সভা আয়োজনের তাগিদ দেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনাম।
ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ‘টুগেদার ফর ডিসেন্ট লেদার’ প্রোগ্রামের অধীনে চামড়া শিল্প বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন এবং অ্যাডভোকেসি সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)। আজ মঙ্গলবার বিএলএফএর ঢাকার প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএলএফএর মহাসচিব জেড এম কামরুল আনাম। এতে অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল, ট্যানারি মালিকদের দুইটি সংগঠন, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।
এ সময় গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ। গবেষণায় উঠে বলা হয়, সাভার চামড়া শিল্প নগরীতে ১৩৫টি ট্যানারির কার্যক্রম চালু আছে। এর বাইরে ট্যানারির সংখ্যা নগণ্য। ট্যানারি শিল্পের শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয় না, প্রাতিষ্ঠানিক চুক্তি নেই, ৬০ শতাংশের আইডি কার্ড নেই, মাত্র ২-৮ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট পায়। হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সময় আশ্বাস দেওয়া হলেও, এখনো সাভার চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল, ক্যানটিন ইত্যাদির ব্যবস্থা হয়নি। সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে শ্রমিকদের অসন্তোষ আছে। হাজারিবাগ থেকে স্থানান্তরের ফলে তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। গবেষণা ফলাফলের ভিত্তিতে শ্রমিকদের আইডি কার্ড, অফার লেটার, কন্ট্রাক্ট, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা, ট্যানারি শিল্পকে পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া, শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে কাজ করার সুপারিশ করা হয়।
এ ছাড়া এই সভায় গবেষণার ফলাফল ও সুপারিশের ভিত্তিতে চামড়া শিল্প সংশ্লিষ্ট অংশীজনেরা অ্যাডভোকেসি সভায় অংশ নেন এবং নিজ নিজ অবস্থান তুলে ধরেন। ট্যানারি প্রাতিষ্ঠানিক খাত হলেও ৯২ শতাংশ অস্থায়ী শ্রমিক নিয়ে অপ্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন। তিনি বলেন, বিএলএফ সবাইকে নিয়ে চামড়া শিল্পের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। শ্রমিকের ন্যূনতম অধিকার না দিলে শিল্পের উন্নয়ন সম্ভব না।
২০২৬ সালের পরে ইনসেনটিভ বন্ধ হয়ে যাবে এবং এরপর কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোই টিকে থাকবে বলে উল্লেখ করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হেড অব প্রজেক্টস এন্ড প্রোগ্রাম রেহানা আক্তার রুমা। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে ট্যানারি ফ্যাক্টরি পরিদর্শনের ক্ষেত্রে নিজেদের কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার করা হয়। এ ছাড়া সভার সমাপনী বক্তব্যে ট্যানারি শিল্প ও এর শ্রমিকদের সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিয়মিত অ্যাডভোকেসি সভা আয়োজনের তাগিদ দেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাসচিব জেড এম কামরুল আনাম।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৬ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৮ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৮ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৮ ঘণ্টা আগে