কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে মুক্তমঞ্চে আনন্দময় সময় কাটানোর সুযোগ ফিরে পাচ্ছে জেলা শহরবাসী। অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় আনন্দিত গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা শহরের লক্ষাধিক মানুষ।
এর আগে ২০২৩ সালের ২১ জুলাই আজকের পত্রিকায় ‘শতাধিক অবৈধ দোকানে নির্মলতা হারাচ্ছে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ’ শিরোনামে এবং ২০২৪ সালের ১৫ জানুয়ারি ‘অবৈধ দখল বাড়ছে, উচ্ছেদ অভিযান নেই’—এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
গুরুদয়াল সরকারি কলেজের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থীরা মুক্তমঞ্চের বেঞ্চে বসতে পারত না। অবৈধ দোকানপাটের দখলে ছিল এসব বেঞ্চ। এসব বেঞ্চে বসামাত্রই বাজে ব্যবহার করতেন তাঁরা। এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ হওয়ার কারণে আমরা শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসতে পারব। নির্বিঘ্নে গ্রুপ স্টাডিও করতে পারব। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে।’
গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা দর্শনার্থী জেলা শহরের রথখলা এলাকার বাসিন্দা শরীফুল আলম বলেন, ‘মুক্তমঞ্চ এলাকায় বসতে গেলে আর কোনো বাধা আসবে না। কোনো দোকানদার এসে বলবে না খাবার অর্ডার দেন, না হয় উঠে যান। মুক্তমঞ্চ যেন মুক্তই থাকে—এমন প্রত্যাশা আমাদের। পুলিশ প্রশাসনের জন্য আমাদের দুর্ভোগ কমেছে, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা প্রায় ৩০ জন দর্শনার্থীরা বলেন, ‘স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ভাসমান দোকান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল। গজিয়ে ওঠা এসব টং দোকান কারও তোয়াক্কা করত না। ঘুরতে আসা সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণসহ অশ্লীল ভাষায় গালাগালও করত। এ ছাড়া কিশোর গ্যাংয়ের উপদ্রব তো ছিলই। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, তারা মুক্তমঞ্চ প্রভাবশালী সিন্ডিকেটকে তোয়াক্কা না করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায়।’
সুশীল সমাজের প্রতিনিধি এ এম ওবায়েদ ও খাইরুল ইসলাম বলেন, ‘মুক্তমঞ্চের পাশে যে পার্ক রয়েছে তার দোলনাগুলোতে তালা দেওয়া থাকে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়রকে এ বিষয়ে অবহিত করলেও কোনো ফল পাওয়া যায়নি। ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে তিনি মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদসহ শিশুদের খেলাধুলার দোলনাগুলোও শিকল মুক্ত করেছেন। গুরুদয়াল কলেজ মুক্তমঞ্চে যেন অবৈধ দোকানপাট গড়ে উঠতে না পারে সে জন্য তদারকি অব্যাহত থাকুক।’
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, জনগণ যে দুর্ভোগ পোহাত তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সকলের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে পুলিশের অভিযান অব্যাহত আছে।
কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে মুক্তমঞ্চে আনন্দময় সময় কাটানোর সুযোগ ফিরে পাচ্ছে জেলা শহরবাসী। অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় আনন্দিত গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা শহরের লক্ষাধিক মানুষ।
এর আগে ২০২৩ সালের ২১ জুলাই আজকের পত্রিকায় ‘শতাধিক অবৈধ দোকানে নির্মলতা হারাচ্ছে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ’ শিরোনামে এবং ২০২৪ সালের ১৫ জানুয়ারি ‘অবৈধ দখল বাড়ছে, উচ্ছেদ অভিযান নেই’—এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
গুরুদয়াল সরকারি কলেজের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থীরা মুক্তমঞ্চের বেঞ্চে বসতে পারত না। অবৈধ দোকানপাটের দখলে ছিল এসব বেঞ্চ। এসব বেঞ্চে বসামাত্রই বাজে ব্যবহার করতেন তাঁরা। এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ হওয়ার কারণে আমরা শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসতে পারব। নির্বিঘ্নে গ্রুপ স্টাডিও করতে পারব। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে।’
গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা দর্শনার্থী জেলা শহরের রথখলা এলাকার বাসিন্দা শরীফুল আলম বলেন, ‘মুক্তমঞ্চ এলাকায় বসতে গেলে আর কোনো বাধা আসবে না। কোনো দোকানদার এসে বলবে না খাবার অর্ডার দেন, না হয় উঠে যান। মুক্তমঞ্চ যেন মুক্তই থাকে—এমন প্রত্যাশা আমাদের। পুলিশ প্রশাসনের জন্য আমাদের দুর্ভোগ কমেছে, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা প্রায় ৩০ জন দর্শনার্থীরা বলেন, ‘স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ভাসমান দোকান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল। গজিয়ে ওঠা এসব টং দোকান কারও তোয়াক্কা করত না। ঘুরতে আসা সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণসহ অশ্লীল ভাষায় গালাগালও করত। এ ছাড়া কিশোর গ্যাংয়ের উপদ্রব তো ছিলই। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, তারা মুক্তমঞ্চ প্রভাবশালী সিন্ডিকেটকে তোয়াক্কা না করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায়।’
সুশীল সমাজের প্রতিনিধি এ এম ওবায়েদ ও খাইরুল ইসলাম বলেন, ‘মুক্তমঞ্চের পাশে যে পার্ক রয়েছে তার দোলনাগুলোতে তালা দেওয়া থাকে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়রকে এ বিষয়ে অবহিত করলেও কোনো ফল পাওয়া যায়নি। ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে তিনি মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদসহ শিশুদের খেলাধুলার দোলনাগুলোও শিকল মুক্ত করেছেন। গুরুদয়াল কলেজ মুক্তমঞ্চে যেন অবৈধ দোকানপাট গড়ে উঠতে না পারে সে জন্য তদারকি অব্যাহত থাকুক।’
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, জনগণ যে দুর্ভোগ পোহাত তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সকলের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে পুলিশের অভিযান অব্যাহত আছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে