Ajker Patrika

তিন দফা দাবিতে স্পিকারের কাছে সোহেল তাজের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দফা দাবিতে স্পিকারের কাছে সোহেল তাজের স্মারকলিপি

জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা প্রয়াত তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। 

আজ সোমবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ, পদযাত্রা শেষে এ স্মারক পৌঁছে দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন। 

সোহেল তাজের তিন দফা দাবি হল, ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা, ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবস’ কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা। 

পদযাত্রা ও স্মারকলিপি দিতে সোমবার বিকেল ৩টার পরে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন গোল চত্বর (খেজুর বাগান) জড়ো হন সোহেল তাজ ও গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন স্তরের নেতা কর্মী।

সেখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরাই নিশ্চিত করতে পারে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ-যা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে সংসদে উপস্থাপনের জন্যই আমরা স্মারকলিপি দিচ্ছি। 

বক্তব্য শেষে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন সোহেল তাজের নেতৃত্বে নেতা–কর্মীরা। তারা দক্ষিণ প্লাজার সামনে ১২ নম্বর গেটে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় অনুমতি সাপেক্ষে সোহেল তাজ একাই স্পিকারের দপ্তরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত