রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রতিদিন বসছে সবজির হাট। মহাসড়কে হাট বসায় প্রতিনিয়ত দেখা দিচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পূর্বাঞ্চলের দূরপাল্লার চালক ও যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল মহাসড়ক ঘেঁষে জঙ্গি-শিবপুর এলাকায় সবজির হাট বসে। এতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টায় যানজট কিছুটা নিরসন করতে সক্ষম হয়।
সরেজমিন দেখা যায়, মহাসড়কে সবজির হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর। সবজিবোঝাই ভ্যান, অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা এলোপাতাড়ি সড়কে পার্ক করা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসছেন পাইকারেরা। মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে আছে।
ভুক্তভোগীদের অভিযোগ, যানজটের অন্যতম কারণ মহাসড়কে সবজির হাট বসা। হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে উদাসীনতা এবং তদারকির অভাব। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে এলেও মহাসড়ক থেকে বাজার স্থানান্তরে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ।
ব্যবসায়ীরা জানান, জঙ্গি শিবপুর, বারৈচা ও মরজাল বাসস্ট্যান্ড বাজারের ভেতরে সবজি ও মৌসুমি ফল বেচাকেনার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে ক্রেতা-বিক্রেতারা ইচ্ছা করেই মহাসড়কে হাট বসান।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট বারৈচা, শিবপুর বাজার। মৌসুমি ফলের সবচেয়ে বড় বাজার মরজাল। বেলাব ও রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিনটি অংশে এসব বাজার বসে। প্রতি শুক্র, সোম ও বুধবার বারৈচা বাজারে সাপ্তাহিক হাট বসে। রবি ও বৃহস্পতিবার জঙ্গি-শিবপুর বাজার বসে।
মরজালে প্রতিদিন ভোর থেকে সারা দিন মৌসুমি ফল-ফলাদির হাট বসে। যা সারা দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কে ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর থাকে। এ হাটগুলোতে বিভিন্ন এলাকার চাষিরা ফল-ফলাদি এবং সবজি বিক্রি করতে যানবাহনে করে হাটে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসেন পাইকারেরা। ভোর থেকে দুপুর পর্যন্ত শত শত সবজিবোঝাই ভ্যানগাড়ির দখলে থাকে মহাসড়ক। দেখা দেয় তীব্র যানজট। এ যেন দেখার কেউ নেই।
যানজটে আটকা পড়া ঢাকাগামী পরিবহনের চালক মজনু মিয়া প্রচণ্ড রোদে গরমে হাঁসফাঁস করছিলেন। কপালের ঘাম মুছতে মুছতে তিনি বলেন, ‘ভাই প্রায় দুই ঘণ্টা ধরে যানজটে আটকে ছিলাম। ঢাকার যানজটের মতো এখানেও ভয়ানক অবস্থা। এই সমস্যার সমাধান চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মহাসড়কে এত বেশি ক্রেতা-বিক্রেতা ও ভ্যানের ভিড় থাকে যে হাঁটাচলাও কষ্টকর। এখানে ট্রাফিক পুলিশের দেখা মেলে না। মাঝেমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ধরতে দেখা মেলে। মহাসড়কে অবৈধ যানবাহন পার্কিংয়ে যানজট লেগে থাকে। তাঁরা দ্রুত এর অবসান চান।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকের আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে যানজট নিরসনে কাজ করি। দীর্ঘদিন যাবৎ বাজারগুলো বসছে। মাঝেমধ্যে গিয়ে যানজট নিরসনে কাজ করে থাকি। সামনেও মহাসড়কে যানজট নিরসনে কাজ করব।’
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রতিদিন বসছে সবজির হাট। মহাসড়কে হাট বসায় প্রতিনিয়ত দেখা দিচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পূর্বাঞ্চলের দূরপাল্লার চালক ও যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল মহাসড়ক ঘেঁষে জঙ্গি-শিবপুর এলাকায় সবজির হাট বসে। এতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টায় যানজট কিছুটা নিরসন করতে সক্ষম হয়।
সরেজমিন দেখা যায়, মহাসড়কে সবজির হাট ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর। সবজিবোঝাই ভ্যান, অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা এলোপাতাড়ি সড়কে পার্ক করা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসছেন পাইকারেরা। মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে আছে।
ভুক্তভোগীদের অভিযোগ, যানজটের অন্যতম কারণ মহাসড়কে সবজির হাট বসা। হাইওয়ে পুলিশের দায়িত্ব পালনে উদাসীনতা এবং তদারকির অভাব। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলে এলেও মহাসড়ক থেকে বাজার স্থানান্তরে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ।
ব্যবসায়ীরা জানান, জঙ্গি শিবপুর, বারৈচা ও মরজাল বাসস্ট্যান্ড বাজারের ভেতরে সবজি ও মৌসুমি ফল বেচাকেনার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে ক্রেতা-বিক্রেতারা ইচ্ছা করেই মহাসড়কে হাট বসান।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট বারৈচা, শিবপুর বাজার। মৌসুমি ফলের সবচেয়ে বড় বাজার মরজাল। বেলাব ও রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিনটি অংশে এসব বাজার বসে। প্রতি শুক্র, সোম ও বুধবার বারৈচা বাজারে সাপ্তাহিক হাট বসে। রবি ও বৃহস্পতিবার জঙ্গি-শিবপুর বাজার বসে।
মরজালে প্রতিদিন ভোর থেকে সারা দিন মৌসুমি ফল-ফলাদির হাট বসে। যা সারা দিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কে ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর থাকে। এ হাটগুলোতে বিভিন্ন এলাকার চাষিরা ফল-ফলাদি এবং সবজি বিক্রি করতে যানবাহনে করে হাটে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে সবজি কিনতে আসেন পাইকারেরা। ভোর থেকে দুপুর পর্যন্ত শত শত সবজিবোঝাই ভ্যানগাড়ির দখলে থাকে মহাসড়ক। দেখা দেয় তীব্র যানজট। এ যেন দেখার কেউ নেই।
যানজটে আটকা পড়া ঢাকাগামী পরিবহনের চালক মজনু মিয়া প্রচণ্ড রোদে গরমে হাঁসফাঁস করছিলেন। কপালের ঘাম মুছতে মুছতে তিনি বলেন, ‘ভাই প্রায় দুই ঘণ্টা ধরে যানজটে আটকে ছিলাম। ঢাকার যানজটের মতো এখানেও ভয়ানক অবস্থা। এই সমস্যার সমাধান চাই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মহাসড়কে এত বেশি ক্রেতা-বিক্রেতা ও ভ্যানের ভিড় থাকে যে হাঁটাচলাও কষ্টকর। এখানে ট্রাফিক পুলিশের দেখা মেলে না। মাঝেমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ধরতে দেখা মেলে। মহাসড়কে অবৈধ যানবাহন পার্কিংয়ে যানজট লেগে থাকে। তাঁরা দ্রুত এর অবসান চান।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকের আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে যানজট নিরসনে কাজ করি। দীর্ঘদিন যাবৎ বাজারগুলো বসছে। মাঝেমধ্যে গিয়ে যানজট নিরসনে কাজ করে থাকি। সামনেও মহাসড়কে যানজট নিরসনে কাজ করব।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে