নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩০ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে