নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ।
আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়।
মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’
এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন।
মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’
পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৯ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৪ মিনিট আগে