Ajker Patrika

বিগত দিনের মতো বিএনপির আন্দোলনকে প্রতিহত করব: শাজাহান খান 

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৩৩
বিগত দিনের মতো বিএনপির আন্দোলনকে প্রতিহত করব: শাজাহান খান 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ‘বিগত দিনে বিএনপির আন্দোলনকে আমরা যেভাবে প্রতিহত করেছি, ঠিক তেমনি আগামী দিনেও তাদের আন্দোলনকে প্রতিহত করব।’

গতকাল বুধবার বিকেলে উপজেলার শানেরপাড় উপজেলা চেয়ারম্যানের বাসভবন মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা ১৯৭১ সালে তাদের প্রতিহত করেছি। ২০১৫ সালে তাদের আগুনসন্ত্রাসকে প্রতিহত করে পরাজিত করেছি। আগামী নির্বাচনেও তাদের পরাজিত করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনব।’ 

এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের এমপির স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদা ইয়াসমিন পল্লবীসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত