ফরিদপুর প্রতিনিধি
‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’
‘আইল দেশে নির্বাচন, ভোট দিবে ভাই জনগণ। নৌকা মার্কায় ভোটটা দিলে দেশটা হবে উন্নয়ন। কত সরকার আইল-গেল, কেউ তো করল না, উন্নয়ন করছে দেশটা নৌকা মার্কার শেখ হাসিনা।’ এভাবেই নৌকার গান গেয়ে শেখ হাসিনার জনসভাস্থলে আগত মানুষদের উৎসাহ দিচ্ছেন নয়ন ভান্ডারী ও সাদ্দাম শেখ নামের দুই যুবক।
আজ দুপুরে এমনই দৃশ্য চোখে পড়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাস্থলের পাশে।
নয়ন ভান্ডারীকে সবাই দেশপ্রেমিক বলে চিনে বলে জানান। তিনি এসেছেন সুদূর চট্টগ্রাম থেকে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার যুবক সাদ্দাম শেখ। দুজনে প্রধানমন্ত্রীর জনসভায় উন্নয়নের বার্তা ও নৌকার গান গেয়ে আগতদের উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁরা দুজন সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন বলে জানান।
তাঁদের মধ্যে নয়ন ভান্ডারীকে বিচিত্র পোশাকে দেখা যায়। পরনে লাল পাঞ্জাবি আর সবুজ রঙের পাজামা। মাথায় বেঁধেছেন নৌকার প্রতীক। হাত দিয়ে উচুঁ করে রেখেছেন বাংলাদেশের উন্নয়নের দৃশ্যপটের প্লাকার্ড। সেখানে বড় করে লেখা ‘আমরা নৌকা মার্কায় ভোট দেই, উন্নয়ন বুঝে নেই।’
নয়ন ভান্ডারী বলেন, ‘আমি দেশপ্রেমিক। দেশকে ভালবাসতে হবে, দেশের কল্যাণে কথা বলতে হবে। আমাকে সবাই দেশপ্রেমিক বলে সম্মান, শ্রদ্ধা ও স্নেহ করে থাকে। তাঁদের আনন্দ দিতেই আমি সারা দেশে প্রধানমন্ত্রীর জনসভায় যাই।’
তিনি আরও বলেন, ‘আমার এই বেশ দেখে সবাই আনন্দ পায়। আমি নৌকা ও শেখ হাসিনার উন্নয়ন মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি।’
নয়ন ভান্ডারীর সঙ্গে থাকেন সাদ্দাম শেখ। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের বাসিন্দা। সাদ্দাম বলেন, ‘নয়ন ভাই যেখানে ছুটে যান, আমিও তাঁর সঙ্গে যাই। ভাই নৌকার উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরেন, আর আমি গান গেয়ে মানুষকে উৎসাহ দিয়ে থাকি।’
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
৯ মিনিট আগেপটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১৩ মিনিট আগেবই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।
১৪ মিনিট আগেএকসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
১৯ মিনিট আগে