জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনভর আন্দোলনের পর ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয় সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে মশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, টিএসসি, ছাত্রীদের সবগুলো হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ।
এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে। এটা একদিনে তৈরি হয়নি। অনেক দিনের ফলাফল আজকের মুস্তাফিজ। একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক ও মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। যেটার ফলাফল আজকের এই মুস্তাফিজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না। বরং জিইয়ে রাখতে চায়।’
ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহবায়ক আলিফ মাহমুদ বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এতে আরও বক্তব্য দেন নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায়, অর্না মজুমদার, বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, আরিফ সোহেল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব প্রমুখ।
শিক্ষকদের মধ্যে মশাল মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সহ সভাপতি ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনভর আন্দোলনের পর ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয় সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে মশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, টিএসসি, ছাত্রীদের সবগুলো হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ।
এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে। এটা একদিনে তৈরি হয়নি। অনেক দিনের ফলাফল আজকের মুস্তাফিজ। একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক ও মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। যেটার ফলাফল আজকের এই মুস্তাফিজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না। বরং জিইয়ে রাখতে চায়।’
ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহবায়ক আলিফ মাহমুদ বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এতে আরও বক্তব্য দেন নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায়, অর্না মজুমদার, বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, আরিফ সোহেল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব প্রমুখ।
শিক্ষকদের মধ্যে মশাল মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সহ সভাপতি ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ।
নেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
৩৬ মিনিট আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
৪০ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ কর্মীদের জামিন করানোর অভিযোগে ভয়ভীতি ও হুমকির মুখে আত্মগোপনে রয়েছেন হাফিজুর রহমান নামে এক ছাত্রদল নেতা।
১ ঘণ্টা আগে