Ajker Patrika

জাহাঙ্গীরনগরে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগরে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনভর আন্দোলনের পর ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজ রোববার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হয় সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে মশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল, টিএসসি, ছাত্রীদের সবগুলো হল প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ সঞ্চালনা করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ। 

এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে। এটা একদিনে তৈরি হয়নি। অনেক দিনের ফলাফল আজকের মুস্তাফিজ। একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক ও মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। যেটার ফলাফল আজকের এই মুস্তাফিজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না। বরং জিইয়ে রাখতে চায়।’ 

ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের ছাত্র ও বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহবায়ক আলিফ মাহমুদ বলেন, ‘আমরা আন্দোলন চালিয়ে যাব। হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। ধর্ষকদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে, গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ 

এতে আরও বক্তব্য দেন নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায়, অর্না মজুমদার, বাংলা বিভাগের শিক্ষার্থী রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, আরিফ সোহেল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবীব প্রমুখ। 

শিক্ষকদের মধ্যে মশাল মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সহ সভাপতি ও প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত