Ajker Patrika

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৮: ১২
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে মাটিচাপা দেওয়া এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরে মাটিচাপা দেওয়া এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বাড়ির কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সকালে তাল কুড়াতে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন। দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপঝাড়ের মধ্যে তাঁর গলাকাটা লাশ দেখতে পান স্বজনেরা।

আজ শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কমলা বেগম ওই গ্রামের মো. কদম আলীর স্ত্রী।

কদম আলী বলেন, ‘সকাল সাড়ে ৫টার দিকে আমি কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। তখন স্ত্রী কমলাও বের হয়ে বাড়ির কাছে একটি গাছতলায় তাল কুড়াতে যায়। দুপুর ১২টার দিকে আমি বাড়ি ফিরে কমলাকে খোঁজ করি। তখন আমাদের নাতি জানায়, তার দাদি কোথায় সে জানে না। এরপর আশপাশের বসতবাড়িতে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছিলাম না। এরপর স্বজন ও প্রতিবেশীরাও খোঁজ শুরু করেন।’

কদম আলী আরও বলেন, ‘বেলা দেড়টার দিকে এক প্রতিবেশী ঝোপঝাড়ের ভেতর খুঁড়ে রাখা মাটি দেখে সন্দেহজনক মনে করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাটি খুঁড়ে গলাকাটা অবস্থায় কমলার লাশ দেখতে পাই। প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়েছে মাস দুই আগে। এ ছাড়া আমার সঙ্গে কারও কোনো বিবাদ নেই। কী কারণে আমার স্ত্রীকে এভাবে হত্যা করা হলো, বুঝতে পারছি না।’

প্রতিবেশী মনিরা খাতুন বলেন, ‘নিখোঁজের বিষয়টি জানতে পেরে কমলাকে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে খুঁড়ে রাখা মাটি দেখে একজন ডাকচিৎকার দেন। এরপর মাটি খুঁড়ে দেখতে পাই গলাকাটা অবস্থায় কমলার লাশ পড়ে আছে। তাঁর শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। কীভাবে এমন হলো, বুঝতে পারলাম না।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর লাশ উদ্ধারের পর এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের দফায় দফায় সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত