Ajker Patrika

রাজধানীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ৪২
রাজধানীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন আব্দুল করিম (৩০) ও তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২৫)। আজ সোমবার ভোর ৫টার দিকে মারা যান খাদিজা আক্তার (২৫) ও ভোর সোয়া ৬টার দিকে মারা যান আব্দুল করিম (৩০)। 

তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

ডা. আইউব বলেন, যাত্রাবাড়ী থেকে শিশুসহ তিনজন দগ্ধ ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। তাঁদের মধ্যে ওই দম্পতি মারা গেছেন। এদের মধ্যে খাদিজার শরীরের ৯৫ শতাংশ ও করিমের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ ভোরে আইসিইউতে তাঁদের মৃত্যু হয়। ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁদের দেড় বছরের শিশু ফাতেমা আক্তার ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক। 

এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪ তলা বাড়ির নিচতলাতে এই ঘটনা ঘটে। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সাহ্‌রি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাসার ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তাঁরা দেখেন, জিনিসপত্রে আগুন জ্বলছে। এ সময় ওই তিনজন দৌড়ে বাসা থেকে বাইরে বের হন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। 

মোহাম্মদ হাসান জানান, বাসায় ঢুকে তাঁরা ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। তাঁদের ধারণা, ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। 

খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, তাঁদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। তাঁর ভগ্নিপতি আব্দুল করিমের বাড়িও তাঁদের পাশাপাশি। আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তাঁর একটি মুদিদোকান রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত