Ajker Patrika

নারায়ণগঞ্জে চালককে নামিয়ে পিকআপে আগুন: পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০: ২৫
নারায়ণগঞ্জে চালককে নামিয়ে পিকআপে আগুন: পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পঞ্চবটী চাষাঢ়া সড়কের বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া। 

আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীতপ্রত্যক্ষদর্শী ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল বলেন, ‘আমি আমার নেতা-কর্মীদের নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে দেখতে পাই কে বা কারা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে। দ্রুত নেতা-কর্মীদের নিয়ে আশপাশের মানুষের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় ১৫ মিনিটের মাথায় আগুন নিভিয়ে ফেলি।’ 

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পিকআপচালককে নামিয়ে আগুন দিয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আগুন লাগা গাড়ি সরিয়ে ফেলা হয়েছে। অগ্নিসংযোগকারীদের ধরতে আমাদের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত