Ajker Patrika

কালীগঞ্জে পাটের গুদামে আগুন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে পাটের গুদামে আগুন

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সাড়ে ভোর ৫টায় উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের মোড়ে পাট ব্যবসায়ী মহসীন হোসেনের (৪৫) পাটের গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. শামীম ভূঁইয়া সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। 

পাটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে এলাকাবাসীপাট ব্যবসায়ী মহসীন হোসেনের জানান, তার পাটের গুদামে প্রায় ৯০০ মন পাট ছিল। আগুনে প্রায় ৬০০ মন পাট পুড়ে গেছে। এ ছাড়াও পাট মজুতের গুদাম ঘরটিও পুড়ে গেছে। সব মিলিয়ে তার প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। 

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টায় জামালপুর বাজারে মহসীনের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও পরে খবর পেয়ে ৫টা ৫০ মিনিটে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পাটের গুদামের বেশ কিছু পাট বাইরে রাস্তার ওপর আনা সম্ভব হয়েছে বলেও জানান তারা। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তারাও জানাতে পারেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত