নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
২ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে