নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম বাবু মিয়া ওরফে মো. মনোয়ার হোসেন (৫২)। গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
ওয়াহিদা পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনোয়ার হোসেন পরিচয়ে সাভার উপজেলায় কর্মরত সার্ভেয়ার মো. আব্দুল করিমকে কল করে। ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে ১০৫ জন সার্ভেয়ারের কার্যক্রমের ওপর তাকে নজরদারি দায়িত্ব দেওয়া হয়েছে। নজরদারির তালিকায় মো. আব্দুল করিমেরও নাম আছে এবং তালিকা থেকে নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে বলে তাকে ভয়ভীতি দেখায়।
সার্ভেয়ার সরল বিশ্বাসে ভুয়া অতিরিক্ত সচিব বাবু মিয়ার দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে প্রতারক বাবু মিয়া উক্ত সার্ভেয়ারের কাছে আরও ৭০ হাজার টাকা দাবি করলে তাঁর সন্দেহ হয়।
ভুক্তভোগী ওই কর্মকর্তা এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে দেখা যায়, বাবু মিয়া কর্তৃক একই মোবাইল নম্বর থেকে ঢাকায় কর্মরত একজন সহকারী কমিশনার (ভূমি)কে একই দিন দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাঁর অফিশিয়াল মোবাইল নম্বরে ফোন করে ওই সহকারী কমিশনারসহ ৩৫ জন সহকারী কমিশনারকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানিয়ে বদলি বাতিল করতে এই সহকারী কমিশনারের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লক্ষ টাকা দাবি করে। বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব এন্টি টেররিজম ইউনিটকে প্রদান করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, মো. মনোয়ার হোসেন নামে অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া ব্যক্তি একজন প্রতারক। নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর নজরদারি এবং বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এন্টি টেররিজম ইউনিট নীলফামারী জেলা পুলিশের সহায়তায় প্রতারক বাবু মিয়া প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এটিইউ জানতে পারে, তাঁর বিরুদ্ধে চুরি ও প্রতারণার মামলার আরও দুইটি গ্রেপ্তারি ওয়ারেন্ট মুলতবি আছে। এই ঘটনায় গ্রেপ্তার প্রতারকের বিরুদ্ধে ডিএমপির নিউ মার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে