Ajker Patrika

ঠিক হয়েছে উড়োজাহাজের ত্রুটি, ঢাকা থেকে নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫: ৪৪
ঠিক হয়েছে উড়োজাহাজের ত্রুটি, ঢাকা থেকে নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত 

দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি মেরামত করে আজ রোববার সকালে ঢাকায় আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঢাকা থেকে দিল্লিতে পৌঁছানোর পরই বিমান বাংলাদেশের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় সেই উড়োজাহাজে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

পরে যাত্রীদের দেশে ফেরাতে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠিয়েছিল বিমান। একই সঙ্গে বিমানের প্রকৌশলী পাঠানো হয়েছিল উড়োজাহাজটি মেরামত করে ফিরিয়ে আনতে। 

আজ রোববার দুপুরে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকা বলেন, ‘দিল্লিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়া উড়োজাহাজটি মেরামত করে আজ সকালে ঢাকায় আনা হয়েছে। এটা এখন নতুন ফ্লাইটের জন্য প্রস্তুত। আর ১৬২ জন যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে রাত ২টার দিকে দেশে আনা হয়েছে।’ 

বিমান সূত্র জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে পর বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা যায়। উড়োজাহাজটির ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া যায়নি। 

প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পশ্চিমবঙ্গের কলকাতায় আটকে থাকতে হয়েছিল বিমানের যাত্রীদের। উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি সেদিন নির্ধারিত সময়ে ছাড়েনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত