Ajker Patrika

ইয়াবার মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই ইয়াবা কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ ১ম আদালতের বিচারক মমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিদ্ধিরগঞ্জের সানারপার এলাকার জিয়া বেপারী (৩০) ও মুন্না ওরফে আলাউদ্দিন (৩২)। আসামিদের মধ্যে মুন্না পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক ।

কাইউম খান বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। ঘটনাস্থল থেকে জিয়া ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত জিয়া বেপারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত