Ajker Patrika

ভাইরাল হওয়ার ভয়ে কেন্দ্র থেকে কুকুর তাড়িয়ে দিলেন আনসার সদস্য

কিশোরগঞ্জ প্রতিনিধি
ভাইরাল হওয়ার ভয়ে কেন্দ্র থেকে কুকুর তাড়িয়ে দিলেন আনসার সদস্য

নির্বাচন শেষ হতে তখন বাকি এক ঘণ্টা। বুরুদিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশ। ভোট দিয়েছেন ৯৪৫ জন ভোটার। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৮৭ জন। এ সময় সাংবাদিকেরা প্রবেশ করেন কেন্দ্রে। এ সময় কুকুরের উপস্থিতি বেখাপ্পা ঠেকছে অনেকের কাছে। কেন্দ্রে উপস্থিত আনসার সদস্য মো. রাভিনেরও বিষয়টি ভালো লাগেনি। কুকুরকে তাড়া দিয়ে আনসার সদস্য বললেন, ‘কেন্দ্রের মাঠে কুকুর থাকলে ভাইরাল হয়ে যাবে।’ 

বুরুদিয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন। পাকুন্দিয়া উপজেলার অন্য ভোট কেন্দ্রর তুলনায় এখানে ভোট পড়েছে বেশি। তবে বিকেল ৩টার দিকে কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি। কেন্দ্রের সামনে নেই কোনো সারি। কয়েকটি কুকুর এদিক-সেদিক ঘুরছে, আরাম করে শুয়ে আছে একটি। ওই কুকুরটিকেই সরিয়ে দিলেন আনসার সদস্য। 

সন্তানকে কোলে নিয়ে মাঠের পাশেই বসা ছিলেন মো. মোস্তফা। এর মধ্যে ভোট দিয়ে এসেছেন তিনি। মোস্তফা বলেন, ‘সকালে কিছু লোক আইছে ভোট দিতে। দুপুরের পর থেকে মানুষ আইতে আছে না। কেরে আইয়ে না আল্লাই জানে। মাঠে মানুষ না থাকলে তো কুকুর ঘোরাঘুরি করবেই।’ 

স্কুলপড়ুয়া মিনহাজ এসেছে ভোটকেন্দ্র দেখেতে। তবে এখানে এসে দেখার মতো তেমন কিছু পায়নি বলে জানায় সে। মিনহাজ বলল, ‘ফাঁকা পেয়েছি। তাই কুকুর মাঠে এসেছে। ভোটকেন্দ্রে কুকুরের ছবি তো এখন ফেসবুকে ভাইরাল।’ 

ষাটোর্ধ্ব আবুল কাশেম বলেন, ‘সকালে মানুষ ভোট দিছে। এখন ভোট বাড়তাছে না। আমি হজ কইরা আইছি। নাইলে দুই-তিনটা ভোট মারতাম। ভোট বাড়াইতাম।’ 

প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আমার কেন্দ্রে ভোটের হার বেশি। আরও ঘণ্টাখানেক সময় আছে। ভোট বাড়বে বলে আশা করি।’ 

সোয়া তিনটার দিকে নৌকার সমর্থনে ভোটকেন্দ্র দেখতে আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. দীন মুহাম্মদ নুরুল হক। তিনি বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি, ভোট কেন্দ্র দেখতে। আমার এলাকা এটি। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। কিছু কিছু কেন্দ্রে ভোট কম পড়েছে। তবে আশা করি সারা দেশে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হবে। এর মাধ্যমে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত