Ajker Patrika

ইছামতীতে ভাসছিল ব্যবসায়ীর মরদেহ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইছামতী নদী থেকে হোটেল ব্যবসায়ী ফজলুল হক ফজরের (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকার ইছামতী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফজলুল হক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঈশাখাঁবাদ গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক গালা ইউনিয়নের কালই এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করতেন। দুপুরে স্থানীয়রা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফজলুল হক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি ইনহেলার ব্যবহার করতেন বলেও জানান তাঁরা। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে শ্বাসকষ্ট উঠে ফজলুল হকের। পা পিছলে নদীতে পড়ে গেলে শ্বাসকষ্টজনিত কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহতের পরিবারে অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত