Ajker Patrika

সোনারগাঁয় হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

সোনারগাঁয় হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মসজিদের ইমামকে চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নানাখী পূর্বপাড়া মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেনকে এই হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে আজ শনিবার তিনি গ্রামের বাড়ি চলে গেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী (মালছ) এলাকার পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন পাশের একটি কক্ষে থাকেন। গতকাল শুক্রবার সকালে নিজের বিছানার ওপর হাতে লেখা একটি চিরকুট পান তিনি। তাতে লেখা রয়েছে, ‘এই জুমার নামাজের আগে চলে যাবি। রোববারে দেখলে লাশ পড়বে। কাউকে বলার চেষ্টা করলে মরবেন। খোদার কসম, না গেলে তুই শেষ। সোমবার আবার আসব।’

চিরকুটটি দেখার পর নিরাপত্তাহীনতায় ভোগেন মাওলানা মকবুল হোসেন। পরে আজ শনিবার সকালে এ বিষয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মসজিদের মুসল্লি ইব্রাহীম মিয়া বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ইমাম সাহেব আজ গ্রামের বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত