Ajker Patrika

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১০: ২৮
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক দুটি অভিযানে ৩১ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল মঙ্গলবার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লতুয়ামোড়া এলাকার দ্বীন ইসলাম (২৪)। আরেক অভিযানে গ্রেপ্তার হন বাঞ্ছারামপুরের শরিফপুর গ্রামের কুদ্দুছ মিয়া (৬৫), কসবার শিমরাইল এলাকার কুদ্দুছ (৪০), বরিশাল কাউনিয়ার সুমন হাওলাদার (৪০), আড়াইহাজারের বিশনন্দী কড়ইতলা এলাকার আবুল কালাম (৩৬) ও শরিফপুর এলাকার ইজ্জত আলী (৬০)।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু। তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে বিশনন্দী ফেরিঘাটে অভিযান চালানোর সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় দ্বীন ইসলামকে। এর কিছু সময় পরেই আরও পাঁচ ব্যক্তিকে সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের ব্যাগ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত